কীওয়ার্ড কত প্রকার ও কি কি?

কীওয়ার্ড কি এবং কীওয়ার্ড কত প্রকার ও কি কি শব্দটি আমরা অনেকেই শুনেছি আবার অনেকেই শুনিনি।আপনারা যদি কীওয়ার্ড সম্পর্কিত কোনো তথ্য অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী একটি আর্টিকেল।আমার এই আর্টিকেল থেকে কি ওয়ার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যখুঁজে পাবেন।আশা করছি আমার এই আর্টিকেলটি আপনারা মনোযোগ দিয়ে পড়বেন।
কীওয়ার্ড সম্পর্কে বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় সঠিক তথ্য পাবেন।আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন ইনটেন্ট কীওয়ার্ড কি,ইনটেন্ট কীওয়ার্ড কত প্রকার ও কি কি।

কীওয়ার্ড কি?

কোন তথ্য খুঁজে পাওয়ার উদ্দেশ্যে আমরা যে সকল শব্দ, বাক্য বা প্রশ্ন ব্যবহার করে সার্চবারে সার্চ করে থাকি সেগুলোকে কিওয়ার্ড বলা হয়।ওয়েবসাইটের সামগ্রিক বিষয়ের সংক্ষিপ্ত রূপ বলা হয় কীওয়ার্ড কে।মনে করুন আপনি কোন আইটি ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে চাচ্ছেন বা খোঁজার চেষ্টা করছেন।এর জন্য আপনি ইন্টারনেটে সার্চ করলেন Best IT training center in Rajshahi ।এই যে আপনি একটি শব্দের সমষ্টি বা বাক্য লিখে সার্চ দিয়ে আপনার কাঙ্খিত তথ্যটি খোঁজার চেষ্টা করছেন এটিই হল কিওয়ার্ড।

কীওয়ার্ড কত প্রকার ও কি কি?

এই বিষয়ে সঠিক তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।তবে বিভিন্ন বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কিওয়ার্ড মূলত দুই প্রকার।যথা: ১.Head Terms, ২.Long Tail।আবার ডিজিটাল মার্কেটিং সেক্টর কিওয়ার্ড নয় প্রকার।কীওয়ার্ড কত প্রকার ও কি কি একটু যদি আমরা জানতে পারি তাহলে কীওয়ার্ড  সম্পর্কিত অনেক তথ্য  জানতে পারব।

Short-tail keyword: যে সকল কিওয়ার্ডগুলো সাধারণত একটি অথবা দুইটি শব্দের সমন্বয় গঠিত হয় তাদেরকে শর্ট টেল কিওয়ার্ড বলা।আমরা জানি যে সকল কিওয়ার্ডে শব্দ তুলনামূলক ভাবে কম থাকে তাদের ভলিউম বেশি হয়ে থাকে এবং এদের মধ্যে প্রতিযোগিতা বেশি থাকে। যেমন :আইটি সেক্টর।

Long-tail keyword: যদি কোন কিওয়ার্ডের শব্দ সংখ্যা তিনটির চেয়ে বেশি হয় তাকে লং টেল কিওয়ার্ড বলে।অর্থাৎ তিনটি শব্দের অধিক শব্দ দিয়ে গঠিত কিওয়ার্ড কে লং টেল কিওয়ার্ড বলে।লং টেল কি ওয়ার্ড এ searcher যা সম্পর্কে তথ্য খুঁজে,সেই সুনির্দিষ্ট শব্দ থাকে এবং তার সাথে আরোকিছু শব্দ সাজানো থাকে যাতে করে সার্চ ইঞ্জিন বুঝতে পারে searcher কি চাচ্ছে।


Short-term fresh keyword: যে সকল কিওয়ার্ডগুলো অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে তাদেরকে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড বলে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ডগুলো সম্প্রতি সময়ে ঘটমান কিছু ঘটনাকে কেন্দ্র করে গঠিত হয় যেমন:SSC Result 2024।এই কিওয়ার্ড শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্ট পাবলিশ পর্যন্ত ব্যবহার করা হয়।
Long-term evergreen keyword: যেসকল কিওয়ার্ডগুলো সবসময় বা অনেক সময় স্থায়ী হয় তাদেরকে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড বলা হয়।যেমন:কীভাবে ত্বকের যত্ন নিতে হয়।এই কিওয়ার্ডটি দিয়ে আমরা কেউ না কেউ প্রতিদিন ইন্টারনেটে সার্চ করে থাকি।

Product-Defining keyword: প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড হলো সেসকল কিওয়ার্ড যেসকল কিওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা পণ্য বা সেবা খুজে পাওয়া যায়।যেমন: কোন ব্র্যান্ডের প্রোডাক্ট।

Customer Defining keyword: যেসকল কিওয়ার্ড ব্যবহার করে কোন পণ্য বা প্রোডাক্ট বিক্রি করার জন্য কাস্টমার বা বাইয়ার বা ক্রেতাদেরকে খুজে পাওয়া যায় সেগুলোকে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলে।

Geo Targeting keyword: কোন নির্দিষ্ট এলাকার বা শহরের মানুষদেরকে টার্গেট করে এসইও অপটিমাইজেশন করার জন্য যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয় তাদেরকে জিও টার্গেটিং কিওয়ার্ড বলে।

LSI keyword: কোন কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদানের কিওয়ার্ডকে LSI কিওয়ার্ড বলে।

Targeting keyword: কোন কিওয়ার্ড এর উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত কিওয়ার্ড কে ইন্টেন্ট টার্গেটিং কিওয়ার্ড বলে।
কীওয়ার্ড কত প্রকার ও কি কি এই সম্পর্কে ধারণা রাখা আমাদের খুবই প্রয়োজন।

ইন্টেন্ট কী?

ইন্টেন্ট হল এক ধরনের কিওয়ার্ড।কোন কিওয়ার্ডের উদ্দেশ্য কী তা বোঝাতে যে কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে ইন্টেন্ট কিওয়ার্ড বলে।সহজ ভাষায় বলা যেতে পারে কোন কিওয়ার্ডগুলো কোন ক্যাটাগরিতে যাবে তাই হল ইন্টেন্ট।

ইন্টেন্ট কীওয়ার্ড কত প্রকার ও কি কি?

ইন্টেন্ট ৪ প্রকার।যথা:

ইনফরমেশনাল ইন্টেন্ট(Informational)
যেসব কিওয়ার্ড লিখে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্য সার্চ করা হয় সেসব কিওয়ার্ডকে ইনফরমেশনাল ইন্টেন্ট বলে।এই কিওয়ার্ড এর আগে (what, why, how) থাকে এবং শেষে থাকে (?)চিহ্ন।
নেভিগেশনাল ইন্টেন্ট(Navigational)
কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে জানা বা তথ্য পাওয়ার জন্য যেসব কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে নেভিগেশনাল ইন্টেন্ট বলে।যেমন: Bata Shoes।

কমার্শিয়াল ইন্টেন্ট (Commercial)
কোন কিছু কেনার জন্য যেসব কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে কমার্শিয়াল ইন্টেন্ট বলে।যেমন: Best SEO Tools, Marketing Tools।

ট্রানজেকশনাল ইন্টেন্ট (Transactional)
তাৎক্ষনিকভাবে কোন পণ্যক্রয় করার জন্য যেসব কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে ট্রানজেকশনাল ইন্টেন্ট বলে।যেমন: buy, discount, sale।

শেষ কথা

প্রিয় পাঠক গণ আপনারা যদি আমার এই কীওয়ার্ড কত প্রকার ও কি কি সম্পর্কিত আর্টিকেলটি পড়ে কিছু জানতে পারেন এবং উপকৃত হয়ে থাকেন তাহলে আমি বক্তব্যের শেষে এটি ই বলতে চাই যে আপনারা আমার এই আর্টিকেলটিকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এবং পরিবারের সাথে শেয়ার করবেন আর্টিকেলটি ভালো লেগে থাকলে মন্তব্য করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url