ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম ২০২৫
যেকোন ওয়ালটন ফ্রিজ কীভাবে কিস্তিতে কেনা যায় এখনো এই প্রশ্নের উত্তরটি অনেকের কাছে অজানা রয়েছে। তাই আপনাদের সুবিধার্থে আমি আমার আজকের আর্টিকেলটিতে ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম ২০২৫ বিষয়টি নিয়ে সহজ ভাবে আলোচনা করার চেষ্টা করেছি।
যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে স্ক্রলিং স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি ছাড়াও আমার আর্টিকেলটিতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে রয়েছে আজকের ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২৫ ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার দাম কত ওয়ালটন ফ্রিজের বিদ্যুৎ খরচ সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে উক্ত বিষয়গুলো সম্পর্কে জানতে সুবিধা হবে।
আজকের ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২৫
বাংলাদেশ ব্র্যান্ড পণ্যের মধ্যে একটি জনপ্রিয় ব্র্যান্ড হলো ওয়ালটন। বর্তমানে বাজারে বাংলাদেশের ওয়ালটন ব্র্যান্ডের পণ্যগুলোর আমদানি রপ্তানির চাহিদা অনেকাংশে বেড়ে গেছে। বাংলাদেশ ব্র্যান্ড ওয়ালটন ফ্রিজের জনপ্রিয়তাও বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই জানতে চাই ওয়ালটন ফ্রিজের দাম সম্পর্কে।
আপনি যদি ওয়ালটন ফ্রিজ বা রেফ্রিজারেটর কেনার চিন্তাভাবনা করে থাকেন, তবে ওয়ালটন ফ্রিজ বা রেফ্রিজারেটরের দাম সম্পর্কে তেমন ধারণা নেই। তাহলে আজকের আমার আর্টিকেলটি থেকে কিছুটা ধারণা নিতে পারেন। এতে আপনি কিছুটা উপকৃত হবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ওয়ালটন ফ্রিজের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে ছকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো:
ফ্রিজের মডেল | ফ্রিজের দাম |
---|---|
ওয়ালটন ৯ সেফটি মডেল: Walton WFD-1D4-GDEL-XX Frost | ২৬,৯৯০ টাকা |
ওয়ালটন ৯ সেফটি মডেল: Walton WFD-1B6-GDEL-XX Frost | ২৪,২৯৯ টাকা |
ওয়ালটন ১০ সেফটি মডেল: WFE-2H2-GDEL-XX | ৪৪,০০০ টাকা |
ওয়ালটন ১০ সেফটি মডেল: WFE-2H2-GDXX-XX | ৪২,০০০ টাকা |
ওয়ালটন ১১ সেফটি মডেল: WFE-3B0-GDEL-XX | ৪৮,৩৯০ টাকা |
ওয়ালটন ১১ সেফটি মডেল: WFC-3D8-GDNE-XX | ৪৯,৬৯০ টাকা |
ওয়ালটন ১২ সেফটি মডেল: WFC-3D8-GDEH-XX | ৪৯,৪৯০ টাকা |
ওয়ালটন ১২ সেফটি মডেল: WFC-3F5-GDXX-XX | ৫০,৩৯০ টাকা |
ওয়ালটন ১২ সেফটি মডেল: WFC-3F5-GDEL-XX | ৫৩,০৯০ টাকা |
ওয়ালটন ১২ সেফটি মডেল: WFC-3F5-GDEL-XX (INVERTER) | ৫৩,০৯০ টাকা |
ওয়ালটন ১২ সেফটি মডেল: WFC-3F5-GDNE-XX (INVERTER) | ৫৩,০৯০ টাকা |
ওয়ালটন ১২ সেফটি মডেল: WFC-3F5-GDNE-XX | ৫১,৭৯০ টাকা |
ওয়ালটন ১২ সেফটি মডেল: WFC-3F5-GAXA-UX-P (INVERTER) | ৫৪,৬৯০ টাকা |
ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম ২০২৫
দৈনন্দিন জীবনের প্রযুক্তিহীন জীবন যাপন করা অত্যন্ত কঠিন। আমরা আমাদের যেকোন খাবারকে ফ্রেশ এবং অনেকদিন যাবত প্রিজারভেটিভ বা সংরক্ষণ করতে চাইলে ফ্রিজ বা রেফ্রিজারেটর এর প্রয়োজন হয়। বর্তমানে জনপ্রিয় ব্র্যান্ডের রেফ্রিজারেটরের মধ্যে রয়েছে ওয়ালটন ফ্রিজ। ধরুন আপনি এখন ভালো মানের ফ্রিজ বা রেফ্রিজারেটর কিনতে চাচ্ছেন,
তবে আপনার কাছে নগদ ফ্রিজ কেনার মত ক্রয় মূল্য নেই। সেই ক্ষেত্রে আপনি যে কোন ওয়ালটন শোরুম থেকে কিস্তির মাধ্যমে মাসে অল্প অল্প করে টাকা পরিশোধ করে ওয়ালটন ফ্রিজ বা রেফ্রিজারেটর ক্রয় করতে পারেন। ওয়ালটন আপনাকে কিস্তিতে ফ্রিজ বা যেকোনো পণ্য কেনার সুবিধা দিচ্ছে। তো এখন প্রশ্ন হল,
ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার জন্য কি কি নিয়ম রয়েছে? চলুন তাহলে এখন ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো: যদি আপনি ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম কানুন গুলো জেনে এবং মেনে ওয়ালটন ফ্রিজ কিনতে হবে।
ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম হলো আপনি ৩, ৬, ১২, ২৪ মাসের কিস্তিতে কিনতে পারবেন। ৩ মাসের কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে না। তবে আপনি যদি অন্যান্য অফার গুলো নিয়ে কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কেনেন অর্থাৎ ৬, ১২, ২৪ মাসের কিস্তি হিসেবে ওয়ালটন ফ্রিজ কেনেন, তাহলে আপনাকে কিছু বাড়তি টাকা দিতে হবে।
অর্থাৎ আপনাকে আপনি যেই ফ্রিজটি কিনবেন সেই ফ্রিজের ক্রয় মূল্যের ৮ থেকে ১২% টাকা অতিরিক্ত ভাবে ওয়ালটন ফ্রিজার কর্তৃপক্ষকে দিতে হবে। এছাড়াও ওয়ালটন ফ্রিজ কেনার জন্য কিছু শর্তাবলী রয়েছে। এখন যদি আপনি ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার জন্য ভেবে থাকেন তবে আপনাকে কিছু শর্তাবলী মেনে ফ্রিজ ক্রয় করতে হবে। চলুন তাহলে সেই শর্তাবলী গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
- প্রথম শর্ত হল প্রতি মাসের কিস্তি মাসের ১ থেকে ১০ তারিখ এর মধ্যেই পরিশোধ করে দিতে হবে।
- দ্বিতীয় শর্ত হলো আপনার ক্রয় কৃত ফ্রিজ বা যেকোনো পণ্য কেনার পরের মাস থেকেই কিস্তি পরিশোধ করা শুরু করতে হবে।
- তৃতীয় শর্ত হলো ওয়ালটনের একটি পণ্যের কিস্তি চলাকালীন সময়ে ওয়ালটনের অন্য কোন পণ্য কিস্তির মাধ্যমে ক্রয় করা যাবে না।
- চতুর্থ শর্ত হলো যদি কোন ক্রেতা কোন কারনে কিস্তি পরিশোধ করতে না পারে তাহলে সেই কিস্তি জামিনদারকে পরিশোধ করতে হবে।
আশা করি আপনারা ইতিমধ্যে উপরোক্ত আলোচনা টি পড়ার মাধ্যমে জানতে পেরেছেন ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম সম্পর্কে। জানিয়ে রাখা ভালো আপনি যদি ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কিনতে চান তাহলে আপনার কিছু ডকুমেন্টস বা কাগজপত্র প্রয়োজন হতে পারে।
ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার দাম কত
একটি ফ্রিজের কুলিং ফ্যানকে ফ্রিজের কম্প্রেসার বলা হয়ে থাকে। কম্প্রেসার ফ্রিজের ভেতরে বাতাসকে চাপ দিয়ে সংকুচিত করে ধরে রাখে। যার কারণে ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস উৎপন্ন হয়। এর ফলে ফ্রিজের ভেতরে থাকা সকল খাবারই ফ্রেশ থাকে। ফ্রিজের কম্প্রেসার এর দাম জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। আমাদের অনেকেরই ফ্রিজের কম্প্রেসার এর দাম সম্পর্কে তেমন ধারণা নেই।
তাই আমি আমার আজকের আর্টিকেলটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি ওয়ালটন ফ্রিজ কিনে থাকেন বা আপনার বাসায় যদি ওয়ালটন ফ্রিজ থাকে, তাহলে জেনে রাখতে পারেন ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার এর দাম সম্পর্কে। চলুন তাহলে কথা না বাড়িয়ে নেওয়া যাক ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার এর দাম কত।
সাধারণ ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার এর দাম একটু কম পাওয়া যায়। এগুলোর দাম এগুলোর দাম হতে পারে ৩ হাজার থেকে ৪ হাজার টাকার মধ্যে। আবার কিছু উন্নত মানের ওয়ালটন ফ্রিজের কম্প্রেসার এর দাম এর থেকে একটু বেশি হয়ে থাকে। সেগুলোর দাম ৬ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
লেখকের শেষ মন্তব্য-ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম ২০২৫
সুপ্রিয় পাঠক আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা কীভাবে ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনা যায় সেই পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন এবং ওয়ালটন ফ্রিজ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন। আশা করি আজকের আমার আর্টিকেলটি পড়ার মাধ্যমে কিছুটা উপকৃত হয়েছেন।
আজকের ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম ২০২৫ সম্পর্কিত আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যাতে করে তারাও আমার অ্যান্ড্রয়েড ডিভাইস সম্পর্কিত আর্টিকেলটি পড়ার মাধ্যমে কিছুটা উপকৃত হতে পারে। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url